সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে হিন্দু ( সনাতন) ধর্মাবলম্বীরা। সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়স্থ মুক্তা প্লাজার সামনে হতে পুলিশের কড়া নিরাপত্তায় এক বিশাল মঙ্গলশোভাযাত্রা বের করা হয় বর্ণিলা সাজে সজ্জিত শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভূর আখড়ায় এসে দেশ জাতির মঙ্গলকামনা করে প্রদীপ প্রজ্জলন এবং প্রার্থনা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু'র সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট স্বপন মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, সহ-সভাপতি বাবু বিজয় দত্ত অলক, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, হিন্দু -বৌদ্ধ - খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুকুমার সাহা সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ ভৌমিক সহ গণ্যমান্য ব্যক্তি হিন্দু ধর্মের বিভিন্ন বয়সের শিশু,কিশোর-কিশোরী, নারী-পুরুষেরা অংশগ্রহণ করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।