সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে আনন্দঘন পরিবেশে ৫ দিনব্যাপী ১৬ স্টল নিয়ে শরৎ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এতে ফুলেল ফিতা ও কেক কর্তন করে এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন, মেলার উদ্বোধক ও প্রধান অতিথি সিরাজগঞ্জসদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারিতা মিল্লাত ঋতু (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌরআওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সিরাজগ- পাবনা সংরক্ষিত আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপিকা হাসনাহেনা প্রমুখ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট কাজি সেলিনা পারভীন পান্না, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিউলী আক্তার, জেলা যুবমহিলা লীগের আহবায়ক রোমানা রেশমা, যুগ্ন আহবায়ক আফরোজা পারভীন রিনা, হাসিনা বানু রুমা, কম্পিউটার ইঞ্জিনিয়ার, নারী নেত্রী রুবিনা আক্তার, রাজিয়া শিউলি, হুনুফা খাতুন সহ অন্যান্য নারী নেত্রী, উদ্যোক্তারা, যুবতী, তরুণীরা ও দর্শনার্থীরা। উল্লেখ্য, এ মেলা আগামী ২৬ সেপ্টেম্বর-২০২২ পর্যন্ত চলবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।