সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের ধানবান্ধি সহ আশেপাশের এলাকায় নিজস্ব উদ্যোগে ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করছেন ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট মানবদরদী হাজী আব্দুস সাত্তার।
হাজী আব্দুস সাত্তার বলেন, রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা যাবে না। এ নিয়ে ইসলামের নির্দেশনা পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সুস্থ মনন ও রুচিবোধের পরিচায়ক। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে দেহ মন সুস্থ থাকে। আল্লাহ তাআলাও তাদের পছন্দ করেন। তাই ইসলাম প্রতিটি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হতে বলেছে। বাড়িঘর ও তার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছে। তবে এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে বলেছে, আমাদের ঘরের ময়লা-আবর্জনা দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়। কোনো পথচারী যেন দুর্গন্ধের ও যাতনার শিকার না হন।
কিন্তু অপ্রিয় সত্য হলো, আমাদের অনেকে নিজের ঘরের ময়লা-আবর্জনা পলিথিনে ভরে ঘরের জানালার ফাঁক দিয়ে অথবা ছাদ থেকে রাস্তায় ছুড়ে মারে। অনেকে গাড়িতে কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলে দেয়। এভাবে আমরা যত্রতত্র ময়লা ফেলে দেই। এতে রাস্তা ময়লা যুক্ত হয় এবং মানুষ কষ্ট পায়। এভাবে জনগণকে কষ্ট দেওয়া থেকে ইসলাম নিষেধ করেছে।
ময়লা গুলো ডাস্টবিন এবং নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষ, জীবজন্তু, পশুপাখির জন্য কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলা জনসেবা এবং বড় সওয়াবের কাজ। এর ফলে বান্দা জান্নাতের অধিকারী হয়ে যায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।