সিরাজগঞ্জের ৩০ জন প্রতিবন্ধী ও হতদরিদ্রদের কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষন ও উপকরন বিতরন করা হয়। এতে মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের বিএ কলেজে রোডস্থ পাবলিক লাইব্রেরীর হলরুমে উক্ত বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষন ও উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মামুন সেখ। অনুষ্ঠানর সভাপতিত্ব করেন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা'র সভানেত্রী উম্মে আয়শা। এসময়ে মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, কর্মকর্তা, কর্মচারীগন। এছাড়াও বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালক ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।