নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সিরাজগঞ্জে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সেলাই মেশিন ওসনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলস ১২ টার দিকে সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ভাগ্য উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। নারীদের গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে আসছেন। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র হাতকে আরো শক্তিশালী করতে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন।দেশের সকল সাদৃশ্যমান উন্নয়নের চিত্র গ্রাম-বাংলায় তুলে ধরুন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন সকলকে নিয়ে এক যোগে কাজ করবেন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শারিতা মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা জিয়া হায়দার তিতাস, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা, এফ বি সি সি আই এর সদস্য মুক্তা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা যুবমহিলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর রোমানা রেশমা।
অনুষ্ঠানে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও সনদ পত্র বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।