সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যেরা।
রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদরা মারাধার গ্রামের নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৫) ও ঠাকুরগাঁও থানার চামেম্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে আসাদুজ্জামান (২৭)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল-ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তারা সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।