সিরাজগঞ্জে এনডিপির আশা প্রজেক্টের আয়োজনে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ ও কালিয়া হরিপুর ইউনিয়নের পূর্বমোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি, পিটিএ, স্লিপ, স্যাক কমিটির সদস্য, অভিভাবক এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা সভা স্ব স্ব বিদ্যালয়ের অফিস কক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল ২০২৩) অনুষ্ঠিত হয়।
উক্ত সভাগুলোর সভায় সভাপতিত্ব করেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। যথাক্রমে পূর্বমোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর সেলিম মিয়া এবং কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মমিন সরকার। সভাটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় আলোচনা হয় বিদ্যালয়ের আঙ্গিনায় বাগান করা, ছাত্র/ছাত্রী উপস্থিতি নিশ্চিত করার জন্য নিয়মিত মা সমাবেশ করা, এসএমসি কমিটিসহ সকল কমিটির যথা সময়ে মিটিং নিশ্চিত করা এবং সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত বাড়ী ভিজিট করা এবং প্রতি শুক্রবারে জুম্মার নামাজের সময় মসজিদের হুজুরের মাধ্যমে ছাত্রছাত্রীর উপস্থিতি নিশ্চিত করার জ্ন্য আলোচনার করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
সভায় অংশগ্রহনকারীগণ বলেন এসএমসি, পিটিএ, স্যাক ও স্লিপ কমিটির সদস্যদের দায় দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ করার জন্য এনডিপি ও গণসাক্ষরতা অভিযানের কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এবং এই কর্মসুচির প্রশংসা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।