" শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশু শ্রম বন্ধ করি" এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিরাজগঞ্জ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয় আয়োজনে
সোমবার (১২ই জুন ২০২৩)বেলা সাড়ে ১১ টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা কার্যালয়ে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ- মহাপরিদর্শক রাজিব চন্দ্র ঘোষ।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতি'র সিরাজগঞ্জ সদর থানার সভাপতি আব্দুল মালেক মন্টু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণত সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রঞ্জু প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন কলকারখানার মালিক/ পরিচালক বৃন্দরা, উপস্থিত ছিলেন।
এসময়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু শ্রম বন্ধে সকলের সহযোগিতা কামনা করি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশুদের উন্নয়ন ও বিকাশে শিশু আইন প্রণয়ন ও প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। তিনি সংবিধানে শিশু অধিকার সমুন্নত রাখেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার শিশু শ্রম- নিরসনের লক্ষ্যে ' জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০' প্রণয়ন করেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।