আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান ১৩তম দিনের সন্ধ্যা রাতের অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করে লালন দর্পণ সংগঠন। এতে লালন গান ও অন্যান্য গান পরিবেশন করায় দর্শক শ্রোতারা গানে গানে বিমোহিত হন। বাংলা নববর্ষ উপলক্ষে, নাট্য নিকেতন সিরাজগঞ্জের আয়োজনে
শুক্রবার (৩ মে) সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধে বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের রাতের পরিবেশনায় লালন দর্পণ সংগঠনের সভাপতি লালন শিল্পী মোঃ তারিকুল ইসলাম এর সঞ্চালনায় সংগীত পরিবেশন করে, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন বৈদেশী,সাংগঠনিক সম্পাদক লালন আশা, লালন শিল্পী আলাউদ্দিন বাউল,শিলা সরকার, ইয়াকুব আলী, আলতাফ হোসেন, নিলুফা ইয়াসমিন, আব্দুল কাদের সহ অন্যান্যরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম তারা,সাধারণ সম্পাদক মামুন বৈদেশী, সাংগঠনিক সম্পাদক লালন আশার হাতে লোকজ সাংস্কৃতিক উৎসবের শুভেচ্ছা স্মারক তুলে দেন মুক্ত কণ্ঠের পরিচালক আরিফ হোসেন।
বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের
পরিচালনা করেন, নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর। প্রতিদিন ও রাতে সাধারণ দর্শক শ্রোতা ও সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।