আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ সফল করণের নিমিত্তে এ জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং চায়না বাঁধ (যমুনা নদীর তীরবর্তী)
এ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ।
উক্ত জনসচেতনতা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন ।
উক্ত জনসচেতনতা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। উক্ত জনসচেতনতা সভায় উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ আরিফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম তালুকদার।
উক্ত জনসচেতনতা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ, নৌ-পুলিশ, সিরাজগঞ্জের সদস্যগণ এবং যাদের জন্য সচেতনতা সভা সেই যমুনা পাড়ের মৎস্যজীবীগণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।