সিরাজগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সহযোগিতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে -
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২ হতে ২ টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে - উক্ত অবহিত করণ সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা'র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফরিদা পারভীন। তিনি তাঁর বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নতশীল সমৃদ্ধি শালী দেশগড়ার লক্ষ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের সু-শিক্ষা অর্জনে এবং পূর্ণবাসনে, নারীদের ভাগ্য উন্নয়নে,মায়েদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর , নারীদের ক্ষমতায়নে ও আর্থিক সক্ষমতার জন্য কাজ করছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞা জানাই। তিনি অবহিত করণ সভায় আরো বলেন, ২০৪১ সালের উন্নত দেশ গড়তে হলে বাল্যবিবাহ কমিয়ে আনতে হবে,বাল্যবিবাহ রোধ করতে হবে। গর্ভকালীন সময় হতে শিশুর যত্ন নিতে হবে পুষ্টি কর খাদ্য খাওয়াতে হবে। মা ও শিশু সহায়তা কর্মসূচিতে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য ভাতা পেয়ে থাকেন। ভাতা প্রদানের পাশাপাশি মাও শিশু পুষ্টি, শিশুর মনোসামাজিক বিকাশ এবং বুদ্ধি বৃত্তিক বিকাশ বিষয়ে নিয়মিত উঠান বৈঠক করতে হবে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ন সচিব)মনোয়ারা ইশরাত, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা'র মা ও শিশু সহায়তা কর্মসূচি'র কর্মসূচির পরিচালক রুবিনা গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষি বিদ বাবলু কুমার সূত্রধর, সিভিল সার্জন অফিসের ডাঃ মোস্তফা মঈন উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ কানিজ ফাতেমা। অনুষ্ঠান উপস্থাপন করেন, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম পলিসি অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত) এবং কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী, তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী, শাহজাদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, বেলকুচি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার, চৌহালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ ক্রেডিট সুপার ভাইজার, ক্রেডিট সুপার ভাইজার আবু হাছিব মল্লিক সহ বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের কর্মকর্তা গনদের অনেকে উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।