আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সদর উপজেলার কালিয়াহরিপুরের তেতুলিয়া ও কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিশুবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় রবিবার (১২ মার্চ ২০২৩) উক্ত ২ টি প্রাথমিক বিদ্যালয়ের স্ব স্ব কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর মোঃ আক্কাছ আলী।
এতে সভাপতিত্ব করেন তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও তেতুলিয়া চুনিয়াহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ও কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মমিন সরকার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। অনুষ্ঠানে দুইটি বিদ্যালয়ে প্রাক্ প্রাথমিক শ্রেণিতে ভর্তি হওয়া ৫৯ জন ছাত্র/ছাত্রীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়। বরণকৃত ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকগণ অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠানের অংশগ্রহন করেন। অনুষ্ঠানে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের সদস্য, এসএমসি, পিটিএ, স্যাক ও স্লিপ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।