আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মহিলা সাহাবী “উম্মুল মু'মিনিন হযরত আয়েশা (রাঃ)এঁর জীবনী ও কর্মময় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে -
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম।
এসময়ে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীগণ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষার্থীদের অনেকে উপস্থিত ছিলেন।
আলোচকগণ, মহিলা সাহাবী “উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ)এঁর কর্মময় জীবনের আদর্শ নীতির উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।