আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ এক মন , এক প্রাণ আমরা সবাই রাবিয়ান এই স্লোগান কে ধারণ করে সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম রাবিয়ানের দ্বিতীয় পূর্ণমিলনী-২০২৩ সকাল ৯.০০ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ রাবিয়ানের প্রধান উপদেষ্টা ফজলে খোদা মোঃ নাজির । রাবিয়ানের সভাপতি রণেন্দ্রনাথ মন্ডল ও সাধারণ সম্পাদক এবং অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক প্রফেসর উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাইদুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রফেসর অধ্যক্ষ টি.এম. সোহেল, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.আই. আব্দুল রাজ্জাক সাবেক জেলা ও দায়রা জজ আবু মোঃ আমিমুল এহসান রুশো, অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, অ্যাডভোকেট রনজিত কুমার মন্ডল প্রমুখ।
এ পূর্ণমিলনীতে ২'শতাধিক রাবিয়ানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বর্ণাঢ়্য আনন্দ রালি এস.এস. রোড হয়ে মুজিব সড়ক দিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হয়।
শেখ কামাল অডিটোরিয়াম সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা-পর্ব শুরু হয় । আলোচনা সভায় অতিথি বৃন্দ ও রাবিয়ান বিভিন্ন ব্যাচের সদস্যগণ তাদের ছাত্র জীবনের স্মৃতিচারণ মূলক ও আবেক প্রবণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রাবিয়ানের সদস্য প্রধান শিক্ষক মোঃ আইবুব আলী ও যমুনা টেলিভিশনের মোঃ গোলাম মোস্তফা রুবেল।
অনুষ্ঠানে দুই জন অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।আলোচনা অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।