সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার নানা আয়োজনে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ, বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শহরের হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান ও বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি বলেন, শাহীন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানটি সু-শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষাদান সহ ক্রীড়া সাহিত্য -সংস্কৃতির লালন করছে। এ নতুন প্রজন্মদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। শিশু, কিশোর -কিশোরী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি, তাদের খোঁজ রাখতে হবে। সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শাহীন স্কুল শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধে অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করছি।
উদ্বোধক ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসীমউদ্দিন উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ শামীম আরা, শাহীন শিক্ষা পরিবার বগুড়া শাখার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শাহীন স্কুল এন্ড কলেজের ও শাহীন শিক্ষা পরিবার চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
সার্বিকভাবে দায়িত্ব পালনে ছিলেন, শাহীন শিক্ষা পরিবাররের নির্বাহী শাখা পরিচালক আব্দুল করিম তালুকদার ও শাখা পরিচালক মোঃ নুরুল হক।
এসময় অনুষ্ঠানে সকল শিক্ষক অভিভাবক, শিক্ষার্থীরা প্রায় ৪ হাজার লোকের উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।