সিরাজগঞ্জে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান,চিকিৎসা ও কন্যা বিবাহ'র অর্থ ১৩৩ জন সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহমেদ।
এসময়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ যুগ্ন সম্পাদক মোঃ আনছারুল আলম, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ, যুগ্ন কোষাধ্যক্ষ মোঃ আব্দুস ছাত্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।