২৯শে জানুয়ারি সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিদরিদ্র জনগোষ্ঠির মাঝে সম্পদ সম্প্রসারণ, স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তিকরণ ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সামাজিকভাবে ক্ষমতায়ণ ও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণের উদ্দেশ্যে উত্তরণ কর্মসূচীর জোনাল ম্যানেজার রুহুল আমিনের সঞ্চালনায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সহকারী পরিচালক সমাজ সেবা, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা ইমান আলী। উক্ত সভায় উত্তরণ কর্মসূচির সকল কার্যক্রমসহ সাজেদা ফাউন্ডেশণের গৃহিত সকল কার্যক্রমসমুহ উপস্থাপন করেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফিল্ড অপারশণ ম্যানেজার, সাজেদা ফাউন্ডশণ।
এছাড়াও সভাটিতে সিরাজগঞ্জ জেলায় কর্মরত আরও ৪৬টি এনজিও প্রতিনিধিগনসহ সাজেদা ফাউন্ডেশনের সেক্টর স্পেশালিষ্ট আবুল কালাম আজাদ, টিমলিড ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম অন্যন্য কর্মকতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সাজেদা ফাউন্ডেশণকে উওরণ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচির সকল কার্যক্রম নিয়ে প্রশংসা করেন। প্রতিবন্ধী ব্যাক্তি ও সুবিধা বঞ্চিত শিশু সহ সমাজের অতিদরিদ্র মানুষদের নিয়ে সিরাজগঞ্জ জেলার বর্তমান কর্মএলাকার পাশাপাশি চৌহালী, বেলকুচি, কাজিপুরে বিশেষ ভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন এবং উত্তরণ কর্মসূচির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে সভা শেষ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।