ফেসবুকের মাধ্যমে সংগৃহিত বিরল রোগে আক্রান্ত শিশু আবু বক্কর (৫)কে চিকিৎসা বাবদ ১ লাখ ৪৪ হাজার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আবু বক্কার এর মায়ের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, শিশু আবু বক্কর যখন জন্ম নেন, তখন শিশুটির বাবা আবু বক্করের এমন বিরল রোগে আক্রান্ত দেখে স্ত্রী বাচ্চা রেখে পলায়ন করেন । এমনকি পিতা বাচ্চাটিকে বালিশ চাপা দিয়ে হত্যা পর্যন্ত করতে চেয়েছিলো, কিন্ত শিশুটির মা’য়ের বাধায় শিশুটিকে রক্ষা করা হয় ।
এমতাবস্থায় এতিম এই শিশুটিকে চিকিৎসার জন্য পরিবাররে কোন সচ্ছলতা ছিলনা । মা অন্যর জমিতে কৃষি লেবাবরে কাজ করে সংসার চালাতো । এমতাবস্থায় সুখ পাখির স্বেচ্ছাসেবক হালিমা তুজ সাদিয়ার নজরে আসলে শিশু বাচ্চার সমস্যার কথা ফেসবুকে তুলে ধরলে বাচ্চাটির জন্য অনেক দাতা সদস্য বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ১ লাখ ৪৪ হাজার উত্তোলন করেন।
এই সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব আলী ও সুখ পাখির স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল মামুন, আসিফ ও অর্থ সংগ্রহকারী হালীমা তুজ সাদিয়া ।
উল্ল্যখ্য যে, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য সুখ পাখির তত্ত্বাবধায়নে ভর্তি করা হবে ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।