প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২২, ২:৫৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ জাহিদ হাসান নয়ন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২'র সদস্যরা।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার চর কাওয়াক এলাকা থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদ হাসান নয়ন উল্লাপাড়া পৌর এলাকার চর কাওয়াক এলাকার মৃত আব্দুল করিম খানের ছেলে।
পরবর্তীতে মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.