সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইন ও ১ হাজার ৩৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার দুপুর ১২টার দিকে র্যাব-১২’র মিডিয়া অফিসার মো: মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আই হাই গ্রামের শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং (৪৪) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পূর্ব নয়ানপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল রুবেল (৪৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বরের পুর্ব পাশে ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে দুইশত গ্রাম হেরোইনসহ নিমাই সিং ও ধোপাকান্দি এলাকার লাম মিম হোটেলের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৩৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক কারবারী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।