শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন সার কারখানা সামনে থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রাম সদরের অষ্টোআশির চরের জালাল উদ্দিনের ছেলে শহর আলী (৩২), একই জেলার ভগবতীপুরের হাচেন মিস্ত্রির ছেলে আব্দুল মালেক (৫৬), নাগেশ্বরী উপজেলার চরকাপনা গ্রামের রইচ উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৫) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তেবাড়িয়া চরের খবির উদ্দিনের ছেলে মোজাম্মেল সরকার (৬০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ‌‌‘মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী উপজেলার এনায়েতপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে এনায়তেপুর থানায় মামলা করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর