শিরোনামঃ
লালমনিরহাটে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ম্যানেজারকে বেঁধে রেখে টাকা দোকানের চাবি ছিনতাইয়ের অভিযোগ! কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন কোনাবাড়িতে অটো‌রিক্সা চালককে পি‌টিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার -২ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ পথচলা হয়ে উঠুক আরো শক্তিশালী বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা: ওবায়দুল কাদের আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক-বিমা হাওরে বিশ্বের দীর্ঘতম আলপনা সমৃদ্ধ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর বাংলাদেশি জাহাজ ছিনতাই: সোমালিয়ার ৮ জলদস্যু গ্রেপ্তার ইরান-ইসরাইল উত্তেজনা নিরসন ও গাজায় হত্যাযজ্ঞ বন্ধ চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিয়ালকোল ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের অফিস উদ্বোধন কারাগারে আটক চেয়ারম্যান প্রার্থীর মুক্তির দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে এলো ১৪৩১ পয়লা বৈশাখে র‌্যালি করবে আওয়ামী লীগ চালের বস্তায় লিখতে হবে মূল্য-জাত ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণ করেনি: বেবিচক ৩১ দিন পর অক্ষত অবস্থায় মুক্ত জাহাজসহ জিম্মি থাকা ২৩ নাবিক

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপিফল মেলার উদ্বোধন

কলমের বার্তা / ২৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

সারাদেশে ন্যায়- সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে -তিনদিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০ টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এর আগে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফল মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, মানবদেহে পুষ্টি চাহিদা মেটানোর জন্য ভিটামিন ও খনিজ পদার্থের সহজ লভ্য ও প্রাকৃতিক উৎস হলো-ফল। তাই সবাইকে পরিমান মত ফরমালিনমুক্ত ভালো ফল খেতে হবে তাহলেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে । বাংলাদেশ প্রতিবছরই ফলের উৎপাদন বাড়ছে দেশে এখন জাতীয় ফল কাঠাল উৎপাদনে দ্বিতীয়, আম সপ্তম, পেয়ারা অষ্টম। এদেশে হরেক রকম ফল চাষের জন্য উপযোগী। তাই আপনারা বেশি করে ফল গাছ লাগান, বাড়ীর ছাদেও অনেক ফলের চাষ করা হচ্ছে। বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশ খাদ্যশস্য আবাদের পাশাপাশি শাকসবজি৷ ও ফলমূল উৎপাদনে সাফল্যে এসেছে। বর্তমান সরকার হলো কৃষি বান্ধব সরকার।

এতে সভাপতিত্ব করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জে উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর। স্বাগত বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে,হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান হাবিব শহীদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, ভাইসচেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা প্রমুখ।

এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার সহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ ফল স্টলের মালিকগণ ও নার্সারির পরিচালক গণসহ দর্শনার্থীদের অনেকে এবং সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন। মেলায় ১৮ টি স্টল রয়েছে।

104


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর