সিরাজগঞ্জে ৯ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ দিনব্যাপী অরুণিমা উৎসব অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সংগীতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিশুশিল্পী উষসী সূত্রধরকে সম্বর্ধনা প্রদান করা হয়।
অরুণিমা সঙ্গীতালয় সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী ) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন স্বাধীনতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌরমুক্ত মঞ্চে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, অরুণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য্যবারী এবং সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অরুণিমা সঙ্গীতালয়ের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিকবিদ আসাদ উদ্দিন পবলু।
এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন কবির নয়ন, অরুণিমা সঙ্গীতালয়ের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, উত্তম কুমার সূত্রধর, সিরাজগঞ্জ রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক নূরে আলম হীরা সহ অন্যান্য সাংস্কৃতিকবিদ, সুধীজন,গুণীজন এবং হাজার ও দর্শকশ্রোতারা।
উল্লেখ্য, ৯ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫দিনব্যাপী অরুণিমা উৎসবের উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি হতে ১ ফেব্রুয়ারী-২০২৪ খ্রীঃ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।