আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদরে দুই দিন ব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে
মঙ্গলবার ( ৩০ জানুয়ারী) সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলে মাঠ প্রাঙ্গণে উক্ত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম.
নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন, ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সদস্য সচিব ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেলার আয়োজক কমিটির সদস্য এবং ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজের মেধাকে বিকশিত করতে হবে।
এর আগে মেলা উদ্বোধনকালে ফিতা কেটে ও বেলুনফেস্টুন উড়িয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক।
দুইদিন ব্যাপী (৩০-৩১ জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবংবিজ্ঞান মেলা-২০২৪ এ সদর উপজেলার ১৭ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩ টি বিজ্ঞান ক্লাব অংশ গ্রহন করে এবং সদর উপজেলার অংশ গ্রহনকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ - শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেলা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।