সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সেলিনা বেগম স্বপ্না সভাপতি ও অধ্যাপিকা হাসনা হেনা সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। রবিবার শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ৫ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মাহমুদা বেগম কেক। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, ড. জান্নাত-আরা তালুকদার হেনরী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা। এছাড়াও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, দলের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ইউসু সূর্য,অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। সম্মেলনে নুর মহল ও ফারজানা সিদ্দিকা অপুকে সহ সভাপতি এবং নুসরাত জাহান ইলোরা ও হেলেনা মতিন লুৎফাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।