নির্ভূল জন্ম- মৃত্যু নিবন্ধন কর শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব " এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জ পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সামাজিক নিরাপত্তা আওতায় সুবিধা ভোগীদের জন্ম-মৃত্যু নিবন্ধন (রেজিষ্ট্রেশন) কাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টায় সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২ নং ওয়ার্ডের জন্ম-মৃত্যু রেজিষ্ট্রেশন সংক্রান্ত জনসচেতনতামূলক কাম্পেইন এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, একটি শিশু জন্মগ্রহনের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পাদন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন ও নিশ্চিত অব্যশই করতে হবে।
এ সময়ে উক্ত ক্যাম্পেইনে সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) মোঃ নূরুল হক, প্যানেল মেয়র (৩) শিখা খাতুন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান , নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া, মেডিকেল অফিসার ডাঃ এ,কে, এম ফরহাদ হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, স্যানেটারিপরিদর্শক কাওসার আক্তার দেওয়ান রোজি, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন । এছাড়াও সুবিধা ভোগীরা ও অভিভাবকেরা, গণ্যমান্য ব্যক্তিবর্গরা, সাংবিদকদের একাংশ উপস্থিত ছিলেন।
পরে দুপুর ২ টায় সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে জন্ম-মৃত্যু রেজিষ্ট্রেশন করা সংক্রান্ত জনসচেতনতামূলক এক আলোচনা সভা প্যানেল মেয়র (১) নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময়ে পৌরসভার উপরোক্ত কর্মকর্তাবৃন্দ, নিবন্ধনকারীগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।