"করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন" এ শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জ সদরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ এপ্রিল সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনকালে র্যালি প্রদর্শনের নেতৃত্ব দেন ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ ও সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি এস.এম.মজনুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,সিরাজগঞ্জ সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা,মোঃ জিয়াউর রহমান, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বেলকুচি, সিরাজগঞ্জের উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তর সিরাজগঞ্জ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির,আওয়ামী মৎস্যজীবীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক টিএম মাইনুল ইসলাম ,সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ হোসেন আলী, সাধারণ সম্পাদক মোঃ খোকন ব্যাপারী, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি কেন্দ্রীয় কমিটির সুরুত জামাল তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত মৎস্যজীবীগণ এবং সিরাজগঞ্জের সকল উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সত অন্যান্য অতিথিবৃন্দ আমাদের জাতীয় মাছ ইলিশের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং জাটকা সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। মৎস্যজীবীগণ কথা দেন তারা জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় হতে বিরত থাকবেন এবং জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।