সিরাজগঞ্জ সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুকদেরকর পূর্ণবাসনের ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ১৫ জন ভিক্ষুকের মাঝে ৩টি করে ৪৬ টি ছাগল ও নগদ ১'৫০০ শত টাকা করে বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৬ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পরিবারের মাঝে ছাগল বিতরণ ও একই সাথে ছাগলের খাবার ও প্রয়োজনীয় উপকরণ বাবদ ১,৫০০ শত করে টাকা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি এই ছাগল গুলো বিতরণ করেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন , সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, কাওয়াকোলা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি জানান, মোট ১৫ জন ভিক্ষুককে পূর্ণবাসনের লক্ষ্যে আয়বর্ধকমূলক কর্মকাণ্ডের জন্য ছাগল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সে জন্য তাদের ছাগল প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।