সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ -২০২৩ মৌসুমে গম ও চাল সংগ্রহের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ এলএসডি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কাজের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপখাদ্য পরিদর্শক গোপাল চন্দ্রশীল সহ অন্যান্য কর্মকর্তা গণ, আজাদ সেমি অটো রাইচ মিলস এর মালিক মোঃ আবুল কালাম আজাদ অন্ত সেমি রাইচ মিলের মালিক এম.এ. ছালাম, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ধান- চাল ব্যবসায়ী মোঃ আলামিন তালুকদার, আব্দুল মান্নান সহ খাদ্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবার চলতি মৌসুমে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ধান ১ হাজার ১শত১৯ মেট্রিক টন , ৪৪ টাকা কেজি দরে চাল ৮৮২. ৯৯০মেট্রিক টন,গম ৩৫ টাকা কেজি দরে ২শত ৫৪ মেট্রিক টন সরকারি ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।