আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ আসনে ৪ জানুয়ারি গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত প্রচারণার শেষ সময় নির্ধারিত ছিল।
বৃহস্পতিবার সকাল থেকে কাজিপুর উপজেলাসহ সদরের রতনকান্দি, বহুলী, বাগবাটি, ছোনগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক, মা সমাবেশ ও জনসভায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। গভীর রাতে সর্বশেষ প্রচারণা হিসেবে গান্ধাইল ইউনিয়নের বাঐখোলা গ্ৰামে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন, উন্নত কাজিপুর গড়তে নৌকার বিকল্প নেই। উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর শাখার সহ-সভাপতি সরওয়ার্দী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা এবং জনসাধারণ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।