নুপুর কুমার রায়,শাহজাদপুর,প্রতিনিধিঃ সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন সাবেক দুই বারের সাংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।
আজ দুপুর ২ টার সময় শাহজাদপুর। উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময়ে চয়ন ইসলাম বলেন, নির্বাচনে কোনো থাবা নির্বাচনকে ব্যহত করতে পারবে বলে মনে করেন না।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল সহ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।