চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন বাড়বকুণ্ড এলাকায় চাঁদা দাবী ও মারধর করার প্রেক্ষিতে আলেয়া বেগম বাদী ছাত্রদল কর্মী আরিফ সহ আরো দুজন কে আসামী করে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম এ সি.আর মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায় বিগত ০৬/০৮/২০২৪ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় আসামীগণ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া আরিফসহ আরো ২ আসামীর নেতৃত্বে আলেয়া বেগম এর বসতবাড়ীতে উপস্থিত হইয়া সংঘবদ্ধভাবে শক্তির মহড়া এবং দাপট প্রদর্শন করিয়া ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করিয়া এক অরাজক ও বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে। তৎপর আসামীগণ বাদীনির বসত বাড়ীতে সি.সি ক্যামেরা ভাংচুর করে ঘরের গেইটের লক ভাঙ্গিয়া বসত ঘরে ব্যাপক লুটতরাজ ও ভাংচুর করে। আসামীগণ অন্ত্রসস্ত্রে সজ্জিত থাকায় গৃহের অভ্যন্তরে থাকা বাদীনির পুত্রবধূগণ ভয়ে আতংকে কোন মতে পিছনের দরজা দিয়ে বের হইয়া যায়। তৎপর আসামীগণ বাদীনির বসত ঘরের ২য় ও ৩য় তলায় ব্যাপক লুটতরাজ চালায় ও ভাংচুর করে। তৎসময়ে আসামীগণ ২য় তলায় বাদীর প্রবাসী পুত্র আবুল হাশেমের ঘরের আলমারী থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ০১টি মোবাইল, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী সহ গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি এবং ৩য় তলায় বাদীর অপর পুত্র ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের ঘরের আলমারী থেকে ০৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর, ০৩টি এন্ড্রয়েড মোবাইল, টিভি, ল্যাপটপ, মূল্যবান ০২টি ডিজিটাল স্মার্ট ডোর লক, ব্যাংকের ক্রেডিট কার্ড সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্রাদি নিয়ে যায় বলে মামলাতে উল্লেখ করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।