গাইবান্ধার সুন্দরগঞ্জে গণ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অন্তত এক হাজার মানুষ একসাথে ইফতারে অংশ নেন। কাঠগড়া যুব সমাজের আয়োজনে এ গণ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত সাবেক বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আব্দুস সোবহান। অনুষ্ঠানে স্থানীয় শিশু-কিশোর থেকে বয়জেষ্ঠ্য সহস্র মানুষ অংশ নেয়। গণ ইফতার মাহফিলটি রোজাদারদের মিলন মেলায় পরিনত হয়।
গণ ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হযরত মাওলানা ক্বারী হোসাইন বিপ্লবী। এসময় তিনি কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করেন। তিনি আলোচিত মাগুরার শিশু আছিয়ার কথা স্মরণ করে বলেন ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হতো তাহলে ছোট্ট শিশু আছিয়ার ধর্ষকের শাস্তি হওয়ার আগে তার মৃত্যু হতো না। এছাড়াও রমজান মাসের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।
কাঠগড়া যুব সমাজের আহ্বায়ক রুবেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাঠগড়া জামে মসজিদের সাবেক সভাপতি সাইফুজ্জান সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাশেদুজ্জামান বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম, আ: রাজ্জাক প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।