মোকছেদ আল মামুন ( স্টাফ রিপোর্টার) গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সর্বানন্দ ইউনিয়নের এলাকাবাসী এ মানববন্ধন করে। মানববন্ধন
শেষে নাম উল্লেখ পূর্বক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে তদন্ত কেন্দ্রে এলাকাবাসীর পক্ষে মোঃ সাজ্জাদুল ইসলাম স্বাধীন একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে- সর্বানন্দ ইউনিয়নের মৃত: মফিজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ আকবার ভাংরী (৫০) , মৃত নয়া মিয়া ব্যাপারীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫২),মোঃ আকবর আলী ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৫), মোঃ আকবর স্ত্রী মোছা: শেফালী বেগম (৪৮), মৃত: মোন্তাজ আলীর মেয়ে মোছাঃ মোমেনা বেগম (৫০), সহ মোঃ রাজু মিয়া (৩০), মোঃ জাহাঙ্গীর খোরা (৩৬), মোঃ পারভেজ মিয়া (২৩), মোঃ সাইদুর মিয়া (৪০) এছাড়াও আরো ১০/১২ জন
বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ সর্বানন্দ গ্রামে মাদকদ্রব্য সেবনসহ গ্রামে মাদকদ্রব্য বিক্রয় ও জুয়া খেলে গ্রামের স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটাচ্ছে। বিভিন্ন সময় গ্রামের লোকজন বিবাদীদের জুয়া খেলা থেকে বিরত থাকা এবং নেশা জাতীয় জিনিস বিক্রয়ে বাঁধা প্রদান করলেও বিবাদীগণ কারো কোন প্রকার কথা না শুনে নিয়মিত গ্রামের মধ্যে নেশা জাতীয় জিনিস বিক্রয় করে আসছে। এরই জের ধরে গত ০৮/০৩/২০১৫খ্রি: তারিখে সময় আনুমানিক রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার দিকে ১নং বিবাদীর বাড়িতে জুয়ার আসর বসালে ঐ গ্রামের সচেতন লোকজন বিবাদীদের বাঁধা প্রদান করলে বিবাদীগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তাদেরকে মারধর করে।
বিবাদীগণ তাদের আরো বলেন যে, যদি তারা বিবাদীদেরকে জুয়া খেলায় বাঁধার এবং নেশা জাতীয় জিনিস বিক্রয়ে কোন রুপ বাঁধা প্রদান করে তাহলে বিবাদীগণ তাদের মারপিটসহ বড় ধরনের ক্ষতি সাধন করবে মর্মে হুমকি-ধামকি প্রদান করে। বিবাদীগণের কারনে দিন দিন গ্রামের আরো অনেক ছেলে নেশাজাতীয় দ্রব্য সেবনসহ জুয়া খেলায় লিপ্ত হচ্ছে ।যাহা ফলে অনেকের পরিবার দুর্বিসহ হয়ে পড়েছে। এবং দিন দিন এর প্রভার বাড়তে থাকলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে।
এঅবস্থা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।