মাইদুল ইসলাম মারুফ,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূ মৌমিতা আক্তার লতাকে হত্যা মামলার রায়ে ঘাতক স্বামী নূর মোহাম্মদ ওরফে নয়নকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ জানুয়ারি) গাইবান্ধা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। রায়ে এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেন বিচারক।
জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারি মাসে বিয়ে হয় লতা ও নয়নের। বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধু লতাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নয়ন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত নুরমোহাম্মদ ওরফে নয়ন সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পুর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতার বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে।
আদালত সন্তোষজনক রায় দিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ।
মামলার বরাত দিয়ে জেলা জজ আদালতের (জিআরশাখা) উপ-পরির্দশক (এসআই) শুভ্র জানান, যৌতুকের জন্য মৌমিতা আক্তারকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী নয়ন। এক পর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে মৌমিতা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নয়ন। এ ঘটনায় স্বামী নয়নের বিরুদ্ধে সুন্দরগঞ্জ আমলী আদালতে পিটিশন মামলা করেন নিহতের মা গোলেনুর বেগম।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।