জয়পুরহাটে স্কুল ছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ করার দায়ে সাকিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাকিব হলেন সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের ফরিদ আহমেদ বিপ্লবের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, এ বছরের ২৮ ই জানুয়ারি দুপুরে সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী নিজ বাড়ির গোসলখানায় গোসলের পর কাপর বদলানোর সময় প্রতিবেশি সাকিব মোবাইল ফোনে ভিডিও করছে। তার পর থেকে সাকিব নানাভাবে ছাত্রীটিকে ভয়ভীতি ও উত্যক্ত করে আসছিল, একপর্যায়ে ছাত্রীটি তার পরিবারের নিকট বিষয়টি জানালে সাকিব আরো বেপরোয় হয়ে যায়, অবশেষে মেয়েটির পিতা গত ৫ ই এপ্রিল থানায় মামলা করলে ঐ দিনই রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বলেন, উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।