দেশের সব পর্যায়ে ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘ভিশন ২০৪১’ সম্পর্কে ব্যাপকভাবে প্রচারের জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের সব পর্যায়ে ‘স্মার্ট বাংলাদেশ’ ও ‘ভিশন ২০৪১’ সম্পর্কে গৃহীত কর্মপরিকল্পনা ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে হবে। সিদ্ধান্তটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে ডিসিদের তাগিদ দেওয়া হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।