আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণকারী জেলেদের মানবিক সহায়তা কর্মসূচি'র আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নে মৎস্যজীবীদের মাঝে ২য় ধাপের (এপ্রিল-মে) মাসের ভিজিএফ ৮০ কেজি করে ১৪০ জন মৎস্য জীবিদের মাঝে বিতরণ করা হয়। এবং মৎস্যজীবীদের জাটকা আহরণ বিষয়ে সচেতনকরণ আলোচনা করা হয় ।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত ভিজিএফ বিতরণ উদ্বোধন ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নকালীন উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মাইনুল ইসলাম তালুকদার, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা, সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সদরের ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি সহ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা , সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা, সয়দাবাদ ইউনিয়নের নেত্ববৃন্দরা, ইউপি সদস্যগণ এবং সুফলভোগী মৎস্যজীবীগণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।