এবারের হজে বাংলাদেশের যে ২৮ হাজার হজযাত্রীর মুজদালিফায় গমন অনিশ্চিত হয়ে পড়েছে। সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে আশ্বস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার (২৪ এপ্রিল) সউদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তওফিক বিন ফাওজান আল রাবিয়াহ এর সাথে হাব সভাপতি শাহাদত হোসাইন তসলিম এক সৌজন্য সাক্ষাতকারের সময় এমন আশ্বাস দেয়া হয়।
এ সময় বাংলাদেশের হজ ও ওমরাহ যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য তার আন্তরিক সহযোগিতা কামনা করলে তিনি সম্ভাব্য সকল প্রকার আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।
গত বছর বাংলাদেশে তার সফরকালে বাংলাদেশের আন্তরিক আথিতিয়তা জন্য তিনি ধন্যবাদ জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।