বাংলাদেশের রাজধানী ঢাকা'র গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় ২০১৬ সালে- জঙ্গি সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জলন করেছে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপানে এই প্রদীপ প্রজ্জ্বলন বা মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ প্রেসক্লাবের ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ।
প্রদীপ প্রজ্জ্বলনে আরো অংশ গ্রহণ করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রথম আলো জেলা প্রতিনিধি আরিফুল গণী লিমন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য কাজী সোহেল রানা, নাট্য নিকেতনে সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট) ও সেবা মুক্ত স্কাউট ও রোভার দলের সদস্য মোঃ আল আমীন হোসেন, দৈনিক অগ্রসর পত্রিকা'র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয় প্রমূখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।