সিরাজগঞ্জের শাহজাদপুরের ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে হাবিবুল্লাহনগর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাজেদ আলী।
উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ফৌজিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফারুক হাসান কাহার প্রমূখ। সম্মেলনে সভাপতি মোছাঃ ছালমা খাতুন ও সাধারণ সম্পাদক মোছাঃ শাহনাজ বেগম নির্বাচিত হন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।