মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় ইটভাটার বিষক্ত হাওয়ায় বাগানের আম নষ্ট করার পরও উল্টো জীবন নাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন আঃ রাজ্জাক (৫০)
আমচাষী। তিনি বাঁকড়া গ্রামের আবদার আলী মোড়লের ছেলে।
জিডিতে উপজেলার মাটিকুমরা গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে আলমগীর হোসেন (৩৭) ও শার্শা উপজেলার বড়বাড়ীয়া গ্রামের আমির ডাক্তারের ছেলে আমিরুল ইসলাম লাল্টু (৪৯) কে বিবাদী করেছেন। থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে জানা যায়, বাদী একজন আমচাষী। সে মাটিকুমরা গ্রামের মুজিবর রহমান গাজী, হবিবার রহমান গাজী, আব্দুর রহমান গাজীদের পাঁচ বিঘা জমি দুই বছর চুক্তিতে লিজ নিয়ে ১৮বছর যাবৎ আমের চাষ করেন।
এমতবস্থায় গত ২৭এপ্রিল রাত অনু: ১১টার সময় ২নং বিবাদীর নিউ টাটা ব্রিকস্ নামে ইটের ভাটার গরম হাওয়া ছাড়ার কারনে বাদীর পাঁচ বিঘা আমের বাগান পূর্ব ও পশ্চিম পার্শ্বের মোট ৬৪ টি গাছের আম ঝরে যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।
এতে করে গত ৪ মে রাত অনুমান ১০টা ১৬মিনিটের সময় বিবাদীর নাম্বার দিয়ে বাদীর নাম্বারে ফোন দিয়ে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি প্রদান করে। ঘটনায় আব্দুর রাজ্জাক জীবনের নিরাপত্তা চেয়ে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, আব্দুর রাজ্জাক নামের এক কৃষক একটি সাধারণ ডায়রী করেছে। ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।