আগামী ২ মাসের মধ্যে নতুন বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশ সরকার ১০টি নতুন বিমান কিনতে চায়, তবে আপাতত ৪টি বিমান কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রোববার (৭ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
বিমানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার বিষয়ে আলোচনা করেছে। এয়ারবাস থেকেও ভাল প্রস্তাব এসেছে। বোয়িং কেনা না কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোন প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।
ফারুক খান আরও বলেন, অতীতে একটি ব্রিটিশ ও আমেরিকান কোম্পানির মধ্যে বাংলাদেশে পণ্য বিক্রি নিয়ে এতো প্রতিযোগিতা দেখিনি। আমরা এই দুইটার মধ্যে যেখান থেকে ভালো প্রস্তাব পাবো সেখান থেকে নেব। এটা ঠিক যে এয়ারবাস নিয়ে আমাদের অনেক ভালো অফার আছে।
এ সময় পিটার হাস বলেন, সিভিল অ্যাভিয়েশন খাতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।