প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৬:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ণ
১৫ মামলার ওয়ারেন্টভুক্ত এবং ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গ্রেফতার হওয়া আসামি হলেন,সিরাজগঞ্জ জেলার
সলংগা থানার লাঙ্গলমোড়া গ্রামের মৃত বরাত আলী প্রামাণিকের ছেলে ছানোয়ার হোসেন (৪১)।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন,গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল।
তিনি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান,উক্ত আসামি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চারাবাগা এলাকায় আত্নগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে সোমবার রাত ৮ টার সময় তাকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.