প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ
১৭৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি
ঢাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত এবং জ্বালানি সরবরাহ বাড়াতে ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে মাটির নিচ দিয়ে টানা হবে বিদ্যুৎ সংযোগ। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এডিবির এই ঋণের পরিমাণ ১৬ কোটি ডলার।প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় হয় এক হাজার ৭৬০ কোটি টাকা।এই ঋণবিষয়ক চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো.শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। গতকাল মঙ্গলবার ইআরডি থেকে এ তথ্য জানানো হয়।ইআরডি জানায়, ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে।১০০ কিলোমিটারের বেশি জলবায়ু এবং দুর্যোগ প্রতিরোধী ভূগর্ভস্থ তার এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডকে (ডেসকো) সহায়তা করবে।এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, প্রকল্পের মাধ্যমে দুই লাখ নতুন এবং ১.১ মিলিয়ন বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পগ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালের জন্য নির্ভরযোগ্য, দক্ষ এবং উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।এটি সহায়তা করবে বিদ্যুতের অপচয় কমাতে। প্রতিবছর কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমাতে সহায়তা করে জলবায়ু সহায়ক বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.