জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু তার ঐচ্ছিক তহবিল থেকে নগদ টাকা ও ঈদের খাদ্য উপহার সামগ্রী দিয়েছেন। মংগলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব দেওয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মাহমুদ হোসেন হিমু,জামালপুর ইউ পি চেয়্যারম্যান হাসানুজ্জামান মিঠু,ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন সহ অনন্যরা।
১২২ জনকে নগদ ৫ হাজার টাকা পর্যন্ত সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদুর ঐচ্ছিক তহবিল থেকে দেওয়া হয়। এবং অনন্যদের ঈদের খাদ্য উপহার সামগ্রী দেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।