শিরোনামঃ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রচন্ড গরমে অর্ধেকে নেমেছে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য গ্যাসের সিস্টেম লস শূন্যে নামানো হবে : নসরুল হামিদ আগামী মাসে বাংলাদেশ-চীন সামরিক মহড়া, নজর রাখবে ভারত মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বাহিরের দুষিত পানি নন্দন পার্কে প্রবেশ করায় নষ্ট হচ্ছে পর্কের পরিবেশ  বেনজীর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি আবহাওয়া বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে: শিক্ষা প্রতিমন্ত্রী থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুদ্ধকে ‘না’ বলুন যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না বেনাপোলে নারী মাদক ব্যবসায়ী রূপার যাবজ্জীবন দাঁড়ানো কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা নিহত-১ আহত-৪ সিরাজগঞ্জের সলঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আটক সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা সিরাজগঞ্জে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ বকনা বাছুর বিতরণ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ ইকবাল হোসেন মামুন! এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য ৩ শতাংশের বেশি শেয়ার দর কমতে পারবে না বে-টার্মিনালে বিনিয়োগ হবে দশ বিলিয়ন ডলার

আশরাফুল হক, লালমনিরহাট:

কলমের বার্তা / ৯১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

শিক্ষা আইন আছে, কিন্তু প্রয়োগ নেই, আউটসোসিং শিক্ষা নীতিমালা মোতাবেক লালমনিরহাটের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রাপ্ত দপ্তরী কাম

প্রহরীদের সরকারি ছুটি প্রাপ্যতার কথা থাকলেও তারা কোন ছুটি পাচ্ছেন না। ফলে জেলায় কর্মরত ২৪০ দপ্তরী কাম প্রহরী ছুটিহীন ২৪ ঘন্টাই ডিউটি করছেন। অতিরিক্ত কর্মভারে ক্লান্ত দপ্তরী কাম প্রহরীদের দায়িত্ব ২৪ ঘন্টা নয়, শুধুমাত্র বিদ্যালয় টাইম (খোলা ও বন্ধ)পর্যন্ত।

মহামান্য হাইকোর্ট ডিউটির নির্দেশনা দিলেও এ জেলায় দপ্তরী কাম প্রহরীদের ডিউটির ক্ষেত্রে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। মহামান্য হাইকোর্ট রায় আশপাশের জেলায় বাস্তবায়ন হলেও এজেলায় তা বাস্তবায়নের কোন সুখবর নেই। ফলে নিরুপায় হয়ে সদর উপজেলা দপ্তরী কাম প্রহরী সমিতি পক্ষ থেকে মহামান্য হাইকোর্ট রায় বাস্ত বায়নের লক্ষে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জানা গেছে, ২০০৮ সালে অর্থ মন্ত্রণালয়ের আউটসোর্সিং নীতিমালা এবং ২০১২ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউটসোসিং নীতিমালায় নিয়োগ প্রাপ্ত সারাদেশের ন্যায় লালমনিরহাটে ২৪০ জনকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্য জেলা সদর উপজেলা ৭২ জন, আদিতমারী ২৫ জন, কালীগঞ্জে ৫৭ জন, হাতীবান্ধায় ৩৪ জন ও পাটগ্রাম উপজেলায় ৫২ জন। এ সব দপ্তরী কাম প্রহরীরা নিয়োগ পাওয়ার পর থেকেই ২৪ ঘন্টাই তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা এবং নিষ্টার সাথে পালন করে আসছে।

উক্ত দপ্তরী কাম প্রহরীরা প্রতিদিন সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ের গেট খোলার মধ্যে দিয়ে শুরু হয় তাদের
ডিউটি। ছুটি শেষে সবাই চলে গেলেও দপ্তরী কাম প্রহরীরা আর বাড়ি যেতে পারে না। শুধুমাত্র রাতের খাবার টুকু বাড়িতে খেয়ে আবারও রাতে বিদ্যালয় পাহাড়ার কাজে যুক্ত হন। কারণ বিদ্যালয়ের একটি ডাস্টার হারালেও জবাব দিতে হয় দপ্তরী কাম প্রহরীকে। এক কথায় তারা ২৪ ঘন্টাই শ্রমিক। মাস শেষে বেতন পেতে নানান বিড়ম্বনা পোহাতে হয়।

দপ্তরী কাম প্রহরীর এক মাসের বেতন পেতে পেতে পরের মাসের ১৫/২০ তারিখ লেগে যায়। সঠিক সময় বেতন না পেলেও বছরের পর বছর ধরে তাদের উপর অর্পিত দায়িত্ব
পালন করছেন। কাজের সময় সর্বদা প্রস্তুত দপ্তরী কাম প্রহরীদের ক্ষেত্রে শ্রম ঘন্টার কোন বালাই নেই। অথচ ২০১২ সালের আউটসোসিং নীতিমালায় অনুচ্ছেদ ১১/১ মোতাবেক নিয়োগ প্রাপ্ত দপ্তরী কাম প্রহরীদের সরকারি ছুটি প্রাপ্যতার কথাও থাকলেও তারা কোন ছুটি পান না। সরকারীসহ বিভিন্ন দুর্যোগে বিদ্যালয় বন্ধ থাকলেও দপ্তরী কাম প্রহরীর কোন বন্ধ নেই। অতিরিক্ত কর্মভারে ক্লান্ত দপ্তরী কাম প্রহরী সংগঠনের নেতারা কর্মঘন্টা ও ছুটি প্রাপ্তির প্রাণের দাবী তুলে মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন।

রীট পিটিশন নং- ১৭০৮৩-২০১৭, তাং ১৪/০৩/১৯ইং। উক্ত রীট পিটিশনে মহামান্য হাইকোর্ট দপ্তরী কাম প্রহরীদের দায়িত্ব ২৪ ঘন্টা নয়, শুধুমাত্র বিদ্যালয় টাইম
(খোলা ও বন্ধ) পর্যন্ত বলবৎ রাখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেন। যা ইতিমধ্যেই কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুরসহ আশ পাশের জেলায় বাস্তবায়িত হচ্ছে। শুধুমাত্র মহামান্য হাইকোর্টের রায় কার্যকরের বিষয়টি লালমনিরহাটে কেউ আমলে নিচ্ছেন না।

মহামান্য হাইকোর্টের রায়কে অমান্য করে শিক্ষকরা মাঠ পর্যায়ে দিন/রাত শ্রম দিতে বাধ্য করাচ্ছেন দপ্তরী কাম প্রহরীদের। উক্ত হাইকোর্টের রায় কার্যকরে সদর উপজেলা দপ্তরী কাম প্রহরী সমিতি ইতিমধ্যেই জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের স্মারকলিপিসহ দফায় দফায় আবেদন করেও দপ্তরী কাম প্রহরীদের ভাগ্যয় মেলেনি সুফল।

এ বিষয়ে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বুড়িরদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী ও উপজেলা দপ্তরী কাম প্রহরী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ জয় বলেন, আমরা ৪র্থ শ্রেণির
কর্মচারী হলেও আমারও মানুষ। আমাদের দুঃখের কথা কেউ শুনেন না। অথচ বিদ্যালয়ের সব কাজ আমাদের
দিয়ে করানো হয়। এক কথায় আমরা ২৪ ঘন্টাই শ্রমিক। একজন শ্রমজীবী মানুষ ৮ ঘন্টার বেশি সময় কোন কাজেই শ্রম দেন না। আমাদের কর্মঘন্টা ব্যাপারে মহামান্য হাইকোর্ট শুধুমাত্র বিদ্যালয় টাইম পর্যন্ত দপ্তরী কাম প্রহরী দায়িত্ব পালনের নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। আমরা আমাদের কর্মঘন্টা বিষয় দফায় দফায় আবেদন করেও কোন সুফল পাচ্ছি না।

মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী স্বপন কুমার রায় ও
একই ইউনিয়নের মৃত্তিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মাহাবুবর রহমান বলেন, একই কথা।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, দপ্তরী কাম প্রহরীদের স্মারকলিপি
পেয়েছি। তা বাস্তবায়নের জন্য জেলা শিক্ষা কর্মকর্তার নিকট সুপারিশসহ পরর্বতী নির্দেশনার জন্য পত্র প্রেরণ করা হয়েছে।
দপ্তরী কাম প্রহরীদের স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া আমি তাদের ছুটি কার্যকর করতে পারছি না। কারণ জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় যদি দপ্তরী কাম প্রহরীদের কর্মঘন্টা বেঁধে নির্দেশনা দেন তাহলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

512


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর