সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া শাখার সাবেক কমিটি গত ১৮ আগষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে অবৈধ কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করে।
উক্ত সংবাদ সংম্মেলন প্রকাশিত হওয়ার পর নব নির্বাচিত পরিষদ পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন উল্লাপাড়া শাখা নব নির্বাচিত উপজেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার সকালে বলরাম মন্দিরে সংবাদ সম্মেলনে নব নর্বাচিত পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিৎ ঘোষ বলেন, গত ১৮ আগষ্ট তারিখে সাবেক কমিটির উত্থাপিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা।
সম্মেলনে প্রতিবাদ লিপি উপস্থাপনের শেষে বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা ও স্থানীয় জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজুল ইসলাম সবুজের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলন ভন্ডুল হয়। বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা ও সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ বলেন, সাবেক উপজেলা পূজা উদযাপন পরিষদ, উল্লাপাড়া শাখা আপনাদের বর্তমান নব নির্বাচিত পরিষদের বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগ করেনি।
তারা দ্বি-বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারে সিরাজগঞ্জ জেলা কমিটির তীব্র সমালোচনা করেছেন। যদি তাদের অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলন করতে হয় তাহলে সেটা জেলা কমিটি করবে। আপনারা কেন করছেন? এ প্রশ্নের জবাবে নব নির্বাচিত পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিৎ ঘোষ কোনো সদুত্তর দিতে না পারায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিক আব্দুল বাতেন হিরু, এ.আর. জাহাঙ্গির, আব্দুল সাত্তার, সাহারুল হক সাচ্চু, জয়নাল আবেদিন জয়, রেজাউল করিম বাচ্চু, শিশির আলম, আল-আমিন, ময়নুল হোসাইন, বায়েজিদ হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।