আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন মোঃ মোসলেম উদ্দিন তালুকদার ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের এসে অত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজার রহমান নিকট মনোনয়নপত্র তিনি তার মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় তার মনোনয়নপত্র প্রস্তাবকারী ছিলেন, কাজিপুর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের এস এম আতিকুর রহমান ও সমর্থন কারি ছিলেন, আমিনুল ইসলাম রুবেল।
এসময় কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, চালিতা ডাঙ্গা ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মীরা ও সমর্থককারী গণ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি জানান আমি নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো বলে প্রতিশ্রুতি দেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।