সিরাজগঞ্জের শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশন উওরণ কর্মসূচির অবহিতকরণ ও সাজেদা ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় সাজেদা ফাউন্ডেশন অফিসে আয়োজিত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু।
জোনাল ম্যানেজার উওরণ কর্মসূচি মো. রুহুল আমিন, আঞ্চলিক ব্যবস্থাপক সূচনা জয়ন্ত কুমার ঘোষ, আঞ্চলিক ব্যবস্থাপক বিবর্তন মো. রেজুয়ানুল করিম মন্ডল ও সকল কর্মসূচির এলাকা ব্যবস্থাপক, টিম লিড, ম্যানেজার সহ সকল কর্মী বৃন্দ।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উওরণ কর্মসূচির প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচির সকল কার্যক্রম নিয়ে প্রশংসা করেন এবং প্রতিবন্ধী ব্যাক্তি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এ উপজেলায় কাজ করার পরামর্শ প্রদান করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।